
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরে গ্রামীন ব্যাংকের সামনে হতে ও এলএসডি গোডাউনের সামনে থেকে আজ ২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যার আগে ও পরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাকারবারী আহাদ মিয়া (২৫) লাবনী আক্তার (২৫) লিমন (২৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল গাইবান্ধা রেজিনূর রহমানের দিক নির্দেশনায় এবং থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমে নির্দেশে এসআই তয়ন কুমার মন্ডল এর নেতৃত্তে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট (৯০পিস) সহ মাদক ইয়াবা কারবারী ১। মোঃ আহাদ ও লাবনী আক্তার গ্রেফতার করে। পরে এক পৃথক অভিযানে লিমন মিয়া (২৮) কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এঘটনায় অত্র থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।