
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের (প্রকল্প বাস্তবায়ন) উদ্যোগে শীতার্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত উপজেলার ৯ ইউনিয়নের ভাতা প্রাপ্ত ১’শ ৯৩ জনের মধ্যে ৭৫ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম, সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান
ও ডেপুটি কমান্ডার মজিবর রহমানসহ কমান্ডের সাবেক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টু,যুগ্ম আহবায়ক সাংবাদিক মন্জুর কাদির মুকুল ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে শহীদসহ সকলস্তরের বীর মুক্তিযোদ্ধা ছাড়াও দেশ ও জাতির সার্বিক অগ্রগতি,সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।