
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রাত্রিযাপনের কথা স্বীকার করেছিলেন পর্নোস্টার স্টেফানি ক্লিফোর্ড। পর্নোজগতে এই তারকা স্টর্মি ড্যানিয়েল নামে পরিচিত। সম্পতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে দেখা যায়, ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের বিভিন্ন খুটিনাটি বিষয়ে কথা বলছেন স্টেফানি। এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ট্রাম্প কোনো জন্মনিরোধক ব্যবস্থা গ্রহণ করেন নি- এই বিষয়টিও উঠে এসেছে তার সাক্ষাৎকারে। ২০১১ সালে ‘ইনটাচ’ ম্যাগাজিনকে ওই সাক্ষাৎকারে এসব বলেছিলেন স্টেফানি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
সাক্ষাৎকারে স্টেফানি বলেন, ২০০৬ সালে তিনি লেক তাহো হোটেল স্যুটে ট্রাম্পের সঙ্গে মিলিত হয়েছিলেন। তখন স্টেফানির বন্ধু ও তার সাবেক স্বামী ওই দাবির সত্যতা নিশ্চিত করেন। নেভাদার একটি সেলিব্রেটি গলফ টুর্নামেন্টে অংশগ্রহণের সময় ট্রাম্প তাকে নৈশভোজের আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে স্টেফানি যখন ট্রাম্পের হোটেল রুমে পৌঁছান, তখন ট্রাম্প পাজামা পরা অবস্থায় টিভি দেখছিলেন। ওই রাত্রে তারা দুজন একসঙ্গে ‘ডিনার’ করেন। পরে ওই কক্ষেই ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন স্টেফানি। এই ঘটনা ঘটেছিল ট্রাম্পের ছেলে ব্যারন জন্ম নেয়ার চার মাস আগে। সাক্ষাৎকারে দুজনের শারীরিক সম্পর্কের খোলামেলা বর্ণনা দেন স্টেফানি। তিনি বলেন, শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ট্রাম্প জন্মনিরোধক কোনো পদ্ধতি অনুসরণ করেননি। ওই দিন স্টেফানি অভিনীত পর্নো সিনেমা ‘থ্রি উইশ’ এর একটি ডিভিডি-তে তার অটোগ্রাফ উপহার দেয়ার জন্য তাকে অনুরোধ করেন ট্রাম্প। এমনকি ট্রাম্প স্টেফানিকে নিজের মেয়ে ইভাঙ্কার সঙ্গে তুলনা করেন। স্টেফানি বলেন, একসময় ট্রাম্প আমাকে বলেন যে, আমি এমন একজন মানুষ যিনি হচ্ছেন সুন্দরী ও বুদ্ধিমতী। ঠিক তার মেয়ের মতো। ট্রাম্পের সঙ্গে পরবর্তী কয়েক বছর সম্পর্ক ছিল তার।
এদিকে, গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের সময় ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ থাকার জন্য স্টেফানিকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই খবর অস্বীকার করেন। তিনি স্টর্মি ড্যানিয়েলের নামে স্বাক্ষর করা একটি বিবৃতি প্রকাশ করেন। যাতে বলা হয়েছে, আমি ট্রাম্পের থেকে মুখ বন্ধ রাখতে বিপুল অর্থ গ্রহণ করেছি এমন গুজব পুরোপুরি মিথ্যা। আমি যদি আসলেই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপন করতাম, তাহলে বিশ্বাস করুন, আপনাদেরকে তা খবরে পড়া লাগতো না। আমার বইয়ে পড়তেন। এদিকে, রোববার আরেক পর্নো তারকা অ্যালানা ইভান্স দাবি করেছেন, ২০০৬ সালে হোটেল-রুমে ট্রাম্প ও স্টেফানির সঙ্গে যোগ দিতে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।