
জামালপুরের নয়ার চরের শিশু রাফি (১১) অপহরণ মামলার গোবিন্দগঞ্জের ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ১১জানুয়ারী জামালপুর জেলার রাজীবপুরে নয়ার চরের মৃত্য কেরামত আলীর শিশু পুত্র রাফি সকালে বাড়ী থেকে ময়মোনসিংহ সদরে ফুফা সোহেলের বাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয়। স্বজনরা না পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী করেন যাহার নম্বর ৫১৪।
এদিকে ২২ জানুয়ারী রাতে শিশু রাফি কে অপহরণ করা হয়েছে মর্মে তার স্বজনদের নিকট মূক্তিপন চেয়ে মোবাইল ফোনে ফোন করে অপহরনকারীরা। মোবাইল ফোনের সূত্র ধরে রাফির পরিবার রাজীবপুর থানায় একটি অপহরন মামলা করেন। ২৭ জানুয়ারী রাতে মামলার দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা শামীম মোবাইল ফোন ট্রেকিং করে গত রাতে এস আই শামীম সহ সঙ্গিও ফোর্স নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় এসে থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নির্দেশে এস আই শাহ নেওয়াজ এর সহ যোগিতায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়ার গ্রামের অপহরন কারী আঃ কাফিকে গ্রেফতারে অভিযান চালায়।
অভিযানে অপহরন কারীকে না পেয়ে তার বাবা আঃ জোব্বার (৫৫) সহ মধ্যপাড়ার খায়রুল ইসলাম (৬০) ও তার স্ত্রী ছামছুননাহার(৫০) কে আটক করে। মামলার কর্মকর্তা সানন্দবাড়ীর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শামীম জানিয়েছেন অপহরনের সঙ্গে জড়িত সন্দেহে তাদেরকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।