
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাকরি জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছেন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার উপজেলা সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিক্ষক সংগ্রাম কমিটির আয়োজনে বিভিন্ন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা চাকরী জাতীয় করণের দাবীতে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বাকবিশিসের সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সহ-সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী, অধ্যক্ষ গোলাম আযম, প্রভাষক মিজানুর রহমান, মাহবুবুল আলম হানিফ, নিমাই ভট্টাচার্য, মশিউর রহমান পলাশ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ।