
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর ছয়ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত হয়। আজ ২৭ জানুয়ারী শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,উপজেলা প্যানেল চেয়ারম্যান আক্তারা বেগম রুপা,তালুককানুপুর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মাষ্টার,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তালুককানুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টার,ছয়ঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, তালুককানুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম লিচু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এর আগে প্রধান অতিথি নব-নির্মিত পোষ্ট অফিস এর শুভ উদ্বোধন করেন।