
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হামলায় মহিলসহ জন ৩ গুরুতর আহত। জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার কাটাবাড়ী ইউপির ৭নং কাটাবাড়ী গ্রামের মহির উদ্দিনের পুত্র শাজাহান (৬০) মন্ডল তার নিজ জমিতে চলতি মৌসুমের ইরি ধানের চারা রোপনের করতে গেলে প্রতিবেশি একই গ্রামের মৃত্যু জিয়া উদ্দিন মন্ডলের পুত্র আব্দুর রশিদ মন্ডল সহ ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র,চাইনিজ কুড়াল, লাঠিসোটা নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে শাজাহানের উপর হামলা চালায় এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে গরুতর জখম করে ।এ সময় শাজাহানের স্ত্রী হামিদা বেগম (৫০),পুত্র হাফিজার রহমান (৩০)ও জামাতা কোরবান আলী এগিয়ে গেলে তারা তাদের কেউ বেধরক মারপিট সহ মহিলাদের শ্লীলতাহানী করেছে। আহদের মধ্যে গুরুতর আহত শাজাহানকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ রিপোট লেখা পযর্ন্ত গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।