
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের গৃহবধু জমিলা হত্যাকারি পাষন্ড স্বামী জহুরুল হককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৯ জানুয়ারী সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে সচেতন বিক্ষুব্ধ এলাকাবাসির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিলকিস খাতুন, আহসানুর হাবীব সাঈদ, রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকান্ডের ১৮দিন অতিবাহিত হলেও হত্যাকারি পাষন্ড স্বামী জহুরুলকে পুলিশ গ্রেফতার করেনি এবং থানায় মামলা রেকর্ড করেননি। সারাদেশে একের পর এক নারী-শিশু হত্যা ও ধর্ষিত হচ্ছে, তার সঠিক বিচার হচ্ছে না। লক্ষ্য করুন যুব সমাজ আজ মাদকাসক্ত সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ আকার ধারন করছে। বক্তারা অবিলম্বে জমিলার হত্যাকারী স্বামী জহুরুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।