গাইবান্ধার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় শহরের পৌর এলাকার ৩’শ ১০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। আজ ১২ জানুয়ারী শুক্রবার শহরের প্রফেসর কলোনীর মরহুম প্রফেসর মুহম্মদ রমজান আলীর বাড়ি সংলগ্নে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে কম্বল বিতরণ করেন আফরোজ বেগম লুপু, নিলুফার বেগম লাকী ও শাহ্ মোছা. ফারহানা জেসমিন করিব।
উল্লেখ্য, চাকুরীজীবি কল্যাণ সংস্থা গাইবান্ধার সদস্যরা গাইবান্ধার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, আব্দুল হাদী সরকার ও শফিউল ইসলাম প্রমুখ।