
গাইবান্ধায় ডিবি পুলিশের জালে ৪ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক পড়েছে। গতকাল ১০ জানুয়ারী বুধবার রাত্রী আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ থানাধীন মহিমাগন্জের ‘রংপুর সুগার মিলস’ এর ৪ নং ট্রাক গেটের সামনে রাস্তার উপর হতে ইয়াবার চালান লেনদেন করার সময় ইয়াবা ব্যবসায়ী হেলাল, মাসুদ,খলিলুর,সাব্বিরদের কে ৮৫০( আটশত পঞাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে।
ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীরা হলো, (১) হেলাল (২৭)পিতা ছালজার সাং শিবপুর (২) মাসুদ (২৬) পিতা মোঃজাহানবক্স সাং পোন্তইর আমবারী(৩) সাব্বির হোসেন(২৪) পিতা সাহা আলম সাং দক্ষিন শিবপুর সর্বথানা গোবিন্দগঞ্জ (৪) খলিলুর রহমান (৩৮) পিতা মৃত আফছার আলী থানা সাঘাটা সর্বজেলা গাইবান্ধাগন পেশাদার মাদক ব্যবসায়ী।
এই মাদক কারবারি চক্র কখনো কখনো দুরের মাদক ব্যবসায়ীয় কাছে টাকা নেয়ার পর ইয়াবার পরিবর্তে টেপে মুড়ে বুটের ডাইল দিয়ে থাকে বলে ডিবি পুলিশের স্বীকার করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, উদ্ধার কৃত ইয়াবার মুল্য ৩,৪০,০০০/- টাকা।এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামী (৪) খলিলুরের বিরুদ্ধে আরো ৩ ( তিন)টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানান তিনি।