
জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার গাইবান্ধা শহীদ মিনার চত্বরে এক সমাবেশের অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, সাঘাটা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।
এর আগে একটি বিশাল র্র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে।