
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ মঙ্গলবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, রাগিব হাসান চৌধুরী হাবুল, মাসুদুল হক প্রমুখ। প্রতিযোগিতায় ৩৩টি বিষয়ে প্রতিবন্ধীসহ ৪৬৮ জন প্রতিযোগি অংশ নেয়।