
গতকাল ৬ জানুয়ারী শনিবার রাত্রী অনুমানিক ১০ টা ৪০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন পলাশপাড়া জুয়েল কসাইয়ের বাড়ীর গলির ভিতরে অভিযান চালিয়ে ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২ পুরিয়া (০৮ গ্রাম) হেরোইন সহ মাদক ব্যবসায়ী(১) সামছুল আলম বাবু (৩২) ও (২) আরিফুল আহসান শাওন (৩৫) কে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী (১) সামছুল আলম সদরে পলাশপাড়ার মৃত আয়েজ উদ্দিনের ছেলে ও (২) আরিফুল আহসান শাওন একই এলাকার দেলোয়ার হোসেন সরকারের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন হয় এলাকায় ইয়াবা ও হিরোইনের ব্যবসা করেন বলে জানা যায়।
ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান,উদ্ধারকৃত ইয়াবা ও হিরোইনের মূল্য ১,৭৮,৮০০/=টাকা। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।উল্লেখ্য ২ নং আসামী আরিফুর আহসান শাওন বিরুদ্ধে আরো ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।