
শীতার্ত মানুষের জন্য আশা গাইবান্ধা জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক এর নিকট কম্বল হস্তান্তর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতি বছরের ন্যায় ৩৩৬টি কম্বল জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশা রংপুর ডিভিশনের ডিভিশনাল এসোসিয়েট মো. মোশারফ হোসেন, আশা গাইবান্ধা সদর ডিষ্ট্রিক ম্যানেজার মো. এমদাদ হোসেন, সদর উপজেলার রিজিওনাল ম্যানেজার প্রভাত চন্দ্র পাল, খাদিজা আকতার, মো. নুরুল হুদা, শফিকুর রহমান, মাধব চন্দ্র বিশ্বাস, এ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদ নিজাম, গাইবান্ধা সদর-১ ব্র্যাঞ্চের বিএম মো. রফিকুল ইসলাম প্রমুখ।