1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না : তারেক রহমান পীরগঞ্জে ভাগাড়ে পরিণত ঢাকাইয়া পট্টি মার্কেট ;অবহেলা, দায়িত্বহীনতা ও নাগরিক অসহায়ত্বের প্রতিচ্ছবি সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, চাপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

ইসলামকে ‘সন্ত্রাস’ হিসেবে দেখানোর পরেও কেন ধর্মান্তরের ঘটনা বৃদ্ধি পেয়েছে?

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ ধর্ম হিসেবে ইসলামকে বেছে নিচ্ছেন। কেবল আমেরিকাতেই প্রতি বছর প্রায় ২০,০০০ লোক ইসলামে ধর্মান্তরিত হয়ে থাকে এবং এটা সত্যিকার অর্থেই একটা বিস্ময়কর ব্যাপার।

মুসলিমদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করে থাকেন যে, তারা অনেক বেসামরিক লোককে অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয়ভাবে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের ৯/১১ এর বর্বরতা এবং প্যারিসে গণহত্যার জন্য মুসলমানদের কেবল অভিযুক্তই করা হয়নি, বলা হয়ে থাকে- এসব সহিংসতাকে ইসলাম নিজেই অনুমোদন করেছে। আসলেই কী তাই?

‘সন্ত্রাসবাদ’ শব্দটিকে সরাসরি ও সহজাতভাবে ইসলামের সঙ্গে যুক্ত করা হয়েছে।

‘সন্ত্রাস’ শব্দটি সম্পর্কে চিন্তা করুন। কি ধরনের মানুষ অন্যদের সঙ্গে সন্ত্রাসী কর্ম করতে ইচ্ছা করবে? এবং কি ধরনের দানব নির্বিচারে নারী, পুরুষ ও শিশুদেরকে হত্যা করতে পারে? শিশুরা নিষ্পাপের প্রতীক নয় কি?

মিডিয়া এবং নিউজ আউটলেটে মুসলিমদের সম্পর্কে শুনে এবং দেখে অনেকেই বিশ্বাস করেন যে, মুসলিমরা আসলেই সন্ত্রাসে বিশ্বাস করে।

যে ধর্ম এই ধরনের হত্যাযজ্ঞ ও বিশৃঙ্খলাকে উৎসাহিত করে, সেই ধর্মে কোন ধরনের মানুষ ধর্মান্তরিত হয়ে থাকে? এটি একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

স্বাভাবিকভাবেই, কেউ কেউ ভাবতে পারেন যে এই ধর্মান্তর অবশ্যই ব্যক্তির চরম অসামাজিক মনোভাবের ফল।

কিন্তু বিষয়টি আসলেই তাই?

কারা ইসলামে ধর্মান্তরিত হচ্ছে?
সদ্য যৌবনপ্রাপ্ত কিশোর থেকে শুরু করে যুবক, বৃদ্ধ- এক কথায় সকল ধরনের মানুষকে ইসলাম আকৃষ্ট করছে। যেমন- বেলজিয়ামের জর্জগেট লিপোলি ৯১ বছর বয়সে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধর্মান্তরিত এসব মানুষের বর্ণনা নিশ্চিতভাবেই সন্ত্রাসের সঙ্গে বেমানান।

জোহানাহ সেগারিচ
জোহানাহ সেগারিচ বর্তমানে একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। ৯/১১ হামলার পর গোলাটে পরিস্থিতির মধ্যে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন সঙ্গীতের এই অধ্যাপক।

‘এটা কোন ধরনের ধর্ম; যা মানুষকে এমন ঘৃণ্য কাজ করতে অনুপ্রাণিত করতে পারে?’

জোহানাহ অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছিলেন, কিন্তু ইসলাম সম্পর্কে শেখার বিষয়টি তিনি কখনো চিন্তাও করেন নি। ইসলাম সম্পর্কে তার ধারণা ছিল- এটি পুরুষ-শাসিত এবং এখন দৃশ্যত এটি একটি সহিংস ধর্ম। তিনি তার ধারণা সম্পর্কে নিশ্চিত হতে কোরআনের একটি কপি কিনার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি কোরআনের প্রথম অধ্যায়টি পড়েন:
পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে… সমস্ত প্রশংসা আল্লাহর, পরম করুণাময়, দয়াময়। … আপনি এক, আমরা আপনার প্রার্থনা করি। আপনি এক, আমরা আপনার সাহায্য চাই, আমাদের সরল পথ দেখান, যারা আপনার অনুগ্রহ অর্জন করেছেন তাদের পথ দেখান…

কয়েক সপ্তাহ পর তিনি কোরআন সমাপ্ত করেন এবং তারপর আবার এটি পড়তে শুরু করেন। তিনি বলেন, ‘৯/১১ এর ১০ সপ্তাহ পর আমি কোরআনের গুরুত্ব উপলব্ধি করতে পারি।’

এরপর তিনি ইসলামে ধর্মান্তর হওয়ার সিদ্ধান্ত নেন।

অ্যাঞ্জেলা কলিন্স
অ্যাঞ্জেলা কলিন্স টেলেস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেয়ে। ভ্রমণ পিয় অ্যাঞ্জেলা কলিন্স মিশর ও সিরিয়া সফর করেছেন। তিনি বিদেশে অনেক বন্ধু তৈরি করেন এবং বেশিরভাগ লোককেই তিনি উদার ও সদয় হতে দেখেছেন। ৯/১১ এর পর যখন মুসলিম বিরোধী প্রচারণা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তিনি কিছু করার প্রয়োজন অনুভব করেন।

অ্যাঞ্জেলা কলিন্স বলেন, ‘আমি দেখতে পাই এসব মানুষকে সন্ত্রাসী ও নারী নির্যাতনকারী হিসেবে আমার দেশ অঙ্কিত করছে এবং সত্যের জায়গা থেকে আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারিনি। তাই আমি তাদের পাশে দাঁড়ানো ও তাদের রক্ষার প্রয়োজন অনুভব করলাম। কিন্তু তারপর আমি বুঝতে পারি যে উপযুক্ত জ্ঞান ছাড়া আমি কোনো যুক্তি দিতে পারছি না।’

তিনি বুঝতে পারছিলেন যে, ভুলভাবে অঙ্কিত করা লোকদেরকে রক্ষা করার জন্য তার কোনো ভিত্তি ছিল না। তাই তিনি কোরআন সম্পর্কে গবেষণা শুরু করেন।

গবেষণায় তার প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘কোরআনে ঈশ্বরের ধারণাটি ছিল সবচেয়ে সুন্দর জিনিস এবং এই ধারণাটি আমার বিশ্বাসের সঙ্গে মিলে গিয়েছিল।’

তিনি ৯/১১ এর কয়েক মাস পরেই ইসলামে ধর্মান্তরিত হন।

কালেব কার্টার
কালেব কার্টারের মুসলমান হওয়ার জন্য কয়েক বছর সময় লেগেছিল। ২০১১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনা ছিল তার জন্য একটি টার্নিং পয়েন্ট। ওই সময়ে তার শিক্ষক ইসলাম সম্পর্কে বিরুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

কার্টার বলেন, ‘ওই সময়ে আমি উচ্চ বিদ্যালয়ের একজন জুনিয়র ছাত্র ছিলাম। ‘নন ওয়েস্ট্রান ওয়ার্ল্ড স্টাডিজ’ ক্লাসে শিক্ষকের কথা শুনছিলাম। এটি ছিল- ইসলাম কি শিক্ষা সে সম্পর্কে তিনি বলছিলেন। তিনি সমগ্র ইসলামকে সন্ত্রাসবাদ কার্ডের সমতুল্য বলে দেখানোর চেষ্টা করেছিলেন।’

কিন্তু কার্টার তার শিক্ষকের মতামতে খুবভালভাবে গ্রহণ করেননি কিংবা বুঝার মতো বয়স তার ছিল না। ইসলাম ও অন্যান্য বিশ্ব ধর্ম সম্পর্কে অধ্যয়ন করা তার মিশন হয়ে ওঠে এবং ২০০৬ সালে তিনি ইসলামে ধর্মান্তরিত হন।

ডেভি বারকার
ডেভি বারকার ক্যালিফোর্নিয়ার একজন লেখক ও শিল্পী। তিনিও ২০০৬ সালে ধর্মান্তরিত হন। বার্কার শিশু বয়সে বাবা-মার সঙ্গে কয়েক বছর সৌদি আরব ও মালদ্বীপে কাটিয়েছেন এবং মুসলিম দেশের মুসলমানদের সম্পর্কে জানতেন।

তাই তিনি বিশ্বাস করতেন না যে সন্ত্রাসী হামলার জন্য ধর্মই দায়ী। তিনি বলেন, ‘আমি দেখেছি ওই সময়ে কিভাবে ইসলামের বিরুদ্ধে অপ্রচার চালানো হয়েছে এবং তা আজো চলছে।’

সন্ত্রাসী ক্রিয়াকলাপের মধ্যেও কেন ধর্মান্তরের ঘটনা বাড়ছে?

যারা ধর্মান্তরিত হয়েছে তাদের কাহিনীগুলো পড়ার ও শুনার জন্য আমি প্রত্যেক পাঠককে উৎসাহিত করে থাকি। ৯/১১ এর ঘটনা এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ ইসলাম সম্পর্কে জানতে মানুষকে মানুষকে প্রভাবিত করেনি। এর পিছনে কারণগুলো হচ্ছে:

প্রথমত, যারা ধর্মান্তরিত হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আরো ভালভাবে বুঝে নিতে চেয়েছেন যে, কিভাবে কোন ধর্ম এমন মন্দ হতে পারে। যদিও এটি অনেকের কাছে একটি অপ্রীতিকর দাবি। কেননা এটিকে অনেকেই সহজেই মেনে নিতে চায় না।

দ্বিতীয়ত, অনেকেই ইসলামকে একটি ধাপ্পাবাজি হিসেবে প্রকাশ করতে চেয়েছিল। ইসলামকে ছোট করে দেখাতে গিয়েই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় এবং আসল সত্যটা উপলব্ধি করতে পারেন।

তৃতীয়ত, অনেকেরই মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের সঙ্গে চলতে গিয়ে তারা বুঝতে পারেন যে, তারা রক্ত পিপাসু ছিল না। ইসলাম সম্পর্কে মিডিয়ার মানসিক বিকারগ্রস্ততা তাদের চোখের সামনে উপস্থিত হয়। নির্দোষ মানুষগুলোকে নিয়ে মিডিয়ার ভুল চিত্রনাট্য সম্পর্কে তারা বুঝতে পারেন। তারা বুঝতে পেরেছিল যে তাদের অবস্থানের জন্য বিশ্বাসযোগ্য হতে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অ্যাবাউট ইসলাম অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft