1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না : তারেক রহমান পীরগঞ্জে ভাগাড়ে পরিণত ঢাকাইয়া পট্টি মার্কেট ;অবহেলা, দায়িত্বহীনতা ও নাগরিক অসহায়ত্বের প্রতিচ্ছবি সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, চাপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

ইতিবাচকতার আলোকে মুসলিম নারীদের সম্পর্কে বলতে চেয়েছি: দিনা টর্কিয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ফ্যাশন শিল্প যখন কোনো বৈচিত্র্য উদযাপন করে, তখন তা সমগ্র পৃথিবীকেই আলোড়িত করে।

সাম্প্রতিক বছরগুলোতে হালিমা অ্যাডেনের মতো মুসলিম ধর্মের মডেলরা হিজাব পরিধানের মাধ্যমে গৎবাঁধা ধ্যান-ধারণাকে চূর্ণ-বিচূর্ণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে হিজাবও একটি মার্জিত এবং ফ্যাশনেবল পোশাক হতে পারে।

২০ বছর বয়সী মার্কিন মুসলিম মডেল হালিমা গত বছরের শুরুতে নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহ উপলক্ষে রানওয়েতে হাঁটার পর আন্তর্জাতিক পরিচিতি পান। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোশাকের প্রতিটির সঙ্গে হিজাব পরে তিনি সবার নজরে আসেন।

গত আট বছরে মিশরীয় মুসলিম নারী ব্লগার দিনা টর্কিয়া তার সৃজনশীলতার জন্য অনলাইন প্ল্যাটফর্মকে একটি আউটলেট হিসেবে ব্যবহার করছেন এবং ‘বিনয়ী ফ্যাশন’ সম্পর্কে বিশ্ববাসীর কাছে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইন্টাগ্রামে’ তার কয়েক লাখ অনুসারী রয়েছে এবং ইউটিউবে সাত লাখেরও বেশি গ্রাহক রয়েছে।

এটি বলে রাখা ভাল যে ফেসবুক পেজ চালু হওয়ার পর থেকেই টর্কিয়া এই মাধ্যমটিতে বেশ প্রভাব ফেলেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন সময়ে তিনি নিজের তৈরি পোশাক পরে কয়েকটি মডেলিং ছবি শেয়ার করার পর থেকেই তিনি সবার নজরে পড়েন।

মুসলিম নারীদের আধুনিক ফ্যাশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সচেতন করে তোলার আবেগ থেকেই তিনি মার্জিত স্ট্যাইলিশ পোশাকের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

‘দ্য ইন্ডিপেন্ডন্ট’কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি সত্যিই হতাশ ছিলাম যে মুসলিম নারীদের স্ট্যাইলিশ পোশাকের কোনো প্রতিনিধিত্ব ছিল না। তারা সবসময় একঘেঁয়েমি পোশাক পরিধান করত; যা নেতিবাচক দ্যোতনার সৃষ্টি করত।’

‘মার্জিত ফ্যাশন’ সম্পর্কে টর্কিয়া ব্যাখ্যা করেন যে, যারা নিজেদের শরীরের ত্বক অন্যদের কাছে প্রদর্শন করতে চান না, তাদের জন্যই এটি ডিজাইন করা হয়েছে।

‘মার্জিত ফ্যাশন’ নিয়ে টর্কিয়া ব্লগিং শুরু করার পর থেকেই এটি জনপ্রিয়তা পায় বলে তিনি জানান। ফলশ্রুতিতে এটি পোশাকের ওপর ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এবং হাই স্ট্রিটের দোকানগুলোতেও এখন এটি বেশ সহজলভ্য।

দিনা টর্কিয়া বলেন, ‘সাত বছর আগে আমি যখন হাই স্ট্রিটের দোকানগুলোতে কেনাকাটা করতাম, তখন এটি ছিল একটি মিশনের মতোই। আমার জন্য উপযুক্ত পোশাকের দোকান খুঁজে পাওয়া সহজ ছিল না। এর জন্য আমাকে ঘন্টার পর ঘণ্টা সময় নিতে হতো।’

সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে যেসব নারী মার্জিত পোশাক পরতে পছন্দ করেন, ‘হাই স্ট্রিট ব্র্যান্ড’ নিঃসন্দেহে তাদের জন্য অধিক প্রত্যাশিত। বিষয়টি খেয়াল করেন টর্কিয়া।

যাইহোক, যদিও কিছু ব্র্যান্ড তাদের প্রচারাভিযানের মধ্যে মুসলিম পুরুষ ও নারীদের সমন্বিত করে ‘বিনয়ী পোশাকের’ ব্যাপারে সচেতনভাবে চিন্তা করছে। তিনি বিশ্বাস করেন, একটি বিপণন কৌশল হিসাবে অন্যরাও এভাবে কাজ করতে পারেন।

গত বছর টর্কিয়া ‘ইউর অ্যাভারেজ মুসলিম’ নামে একটি ইউটিউব সিরিজ চালু করেছেন। সেখানে তিনি মুসলিম নারীদের সম্পর্কে চ্যালেঞ্জ জানাতে বেশ কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

টর্কিয়া বলেন, ‘আমি যে বিষয়টি সম্পর্কে সবচেয়ে ভাল জানি মূলত সেটি করার জন্যই সিদ্ধান্ত নিয়েছি আর তা হচ্ছে ইতিবাচকতার আলোতে মুসলিম নারীদের নিয়ে কথা বলা।’

‘পরিবর্তনের প্রচারাভিযানে’ ইউটিউবের স্রষ্টারা সারা বিশ্বের প্রভাবশালী নির্মাতাদের নিয়ে সম্প্রতি লন্ডনে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে। মূলত যারা সহনশীলতা এবং গ্রহণযোগ্য বার্তার মাধ্যমে তাদের শ্রোতাদেরকে অনুপ্রাণিত করতে পারেন, তাদেরকে একত্রিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে টর্কিয়াও আমন্ত্রিত অতিথি ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft