
রাজপুত্রদের ইউটিলিটি বিল বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় ১১ জন যুবরাজকে আটক করেছে সৌদি আরব।
সৌদি গণমাধ্যম সাবাকের বরাত দিয়ে আল জাজিরার খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার রাজধানী রিয়াদের একটি প্রাসাদে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এসব সৌদি রাজপুত্র। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই ছিল তাদের এই প্রতিবাদ।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের দক্ষিণে হা’ইর নামক একটি কারাগারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদের বন্দি রাখা হয়েছে।
সম্প্রতি অর্থনৈতিক সংস্কার চেষ্টার অংশ হিসেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এরমধ্যে রয়েছে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন। চলতি বছরের শুরুর দিন থেকে কার্যকর হয়েছে ভ্যাট। এছাড়া রাজপরিবারের সদস্যদের জন্য পানি ও বিদ্যুতের বিল দেয়াও বন্ধ করে দিয়েছে সৌদি প্রশাসন।
শেয়ার বাজারে সৌদি কোম্পানি নিয়ে স্তম্ভিত বিশ্ব
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঠিক দু বছর আগে যখন ঘোষণাটি দিয়েছিলেন, তা শুনে প্রথম স্তম্ভিত হয়ে গিয়েছিলেন লন্ডন, নিউইয়র্ক থেকে শুরু করে বিশ্বের বড় বড় শেয়ার মার্কেটের কর্তাব্যক্তিরা। খবর বিবিসির
প্রথমে তারা বিশ্বাসই করতে চাননি যে এটা আসলেই ঘটতে যাচ্ছে। কিন্তু যুবরাজ সালমান পরবর্তী মাসগুলোতে পরিস্কার করে দিলেন যে তিনি আসলেই এটা করতে যাচ্ছেন। আজ সেই লক্ষ্যে আরেকটি বড় পদক্ষেপ নিল সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি, সৌদি আরামকো-কে একটি জয়েন্ট স্টক কোম্পানিতে রূপান্তরিত করা হলো।
এর উদ্দেশ্য এ বছরের দ্বিতীয়ার্ধে যেন সৌদি আরামকো’র পাঁচ শতাংশ শেয়ার বাজারে বিক্রির জন্য ছাড়া যায়। সব কিছু যদি পরিকল্পনামাফিক আগায়, এটি হবে বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং।
স্টক মার্কেটে আরামকোর মাত্র পাঁচ শতাংশ শেয়ার ছেড়েই সৌদি সরকার দশ হাজার কোটি ডলার পর্যন্ত (একশো বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করতে পারবে বলে মনে করা হচ্ছে।
আরামকো কত বড়?
সৌদি আরামকো যে শুধু বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি তাই নয়, এটির পর যে কোম্পানিটি দ্বিতীয় স্থানে আছে, তার চাইতেও এটি বহুগুণ বড়।
যেমন তেলের রিজার্ভের কথা ধরা যাক। সৌদি আরামকোর তেলের রিজার্ভ হচ্ছে এই মূহুর্তে ২৬১ বিলিয়ন ব্যারেল। আর দ্বিতীয় স্থানে থাকা মার্কিন কোম্পানি এক্সনের তেলের রিজার্ভ হচ্ছে ১৩ বিলিয়ন ব্যারেল।
বাজার মূল্যের হিসেবেও সৌদি আরামকোর ধারে কাছে নেই কেউ।
এই মূহুর্তে এই কোম্পানির বাজার মূল্য হচ্ছে দুই ট্রিলিয়ন হতে তিন ট্রিলিয়ন ডলার। (এক ট্রিলিয়ন মানে এক লাখ কোটি)। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের বাজার মূল্য হচ্ছে ৮৭৬ বিলিয়ন ডলার। আর গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফ্যাবেটের বাজার মূল্য ৭৫৫ বিলিয়ন ডলার।