
১৪-দলের সমন্বয়ক ও আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনরে উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, ১৪-দল তাকেই সমর্থন দেবে। ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবে ১৪ দল।
আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ১৪-দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান নাসিম।
বিএনপির সংলাপের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না।
আবারও হরতাল, জ্বালাও-পোড়াও হলে কি করবেন জানতে চাইলে নাসিম বলেন, এ ধরনের জনবিরোধী কর্মসূচি দমনের অভিজ্ঞতা সরকারের ও ১৪ দলের আছে। আগেও সেটা করা হয়েছে।
মন্ত্রী বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সবকিছু স্পষ্ট করা হয়েছে। এই সরকারই নির্বাচনকালীন সরকার হবে। বিএনপির সংসদ ভাঙার যে দাবি, তা সংবিধানবিরোধী।
সংবাদ সম্মেলনে ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মণি, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার এসময় উপস্থিত ছিলেন।