
আটক দুই নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় তারা পুলিশের গাড়ি ও রাইফেল ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনে কদম পোয়াড়ার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিয়ে আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা কদম পোয়াড়ারমোড়, হাইকোর্টের মাজার এলাকার আশেপাশে অবস্থান নেয়। পুলিশ তাদের একাধিকবার ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও সোহাগ মজুমদার নামের এক নেতাকে আটক করে।
বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা শেষে গুলশানের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে তার গাড়িবহরে যোগ দেয় নেতাকর্মীরা। খালেদা জিয়ার গাড়িবহর কদম পোয়াড়ার মোড় অতিক্রমকালে সেখানে বিএনপির ওই দুই নেতাকে আটকে রাখা পুলিশের গাড়িতে হামলা করে নেতাকর্মীরা।
এসময় গাড়ির ভেতরে দায়িত্ব থাকা পুলিশের অস্ত্র ভেঙ্গে ফেলে তারা। এ সময় পুলিশের এডিসি আজিমের বাম হাতের অঙ্গুল ফেটে যায়।