
জেলায় একই পরিবারের ২ কন্যা শিশুকে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে পুলিশ।
দিনাজপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এঘটনায় জড়িত ৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন অপহরণকারী চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।
শিশু কাকলীর বয়স ১২ বছর ও তার ছোট বোন আমিনার বয়স ৫ বছর।
২২ জানুয়ারি দুপুরে দিনাজপুর শহরের কসবা এলাকায়, বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই বোন কাকলী ও আমিনা। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে, ওইদিন রাতেই কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন শিশুদের বাবা। পরে ৪ জনকে আসামি করে থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণেই মাদক ব্যবসায়ীরা তার সন্তানদের অপহরণ করেছে।
শিশুদের বাবা দাবি করেন, ‘রুবেলের নির্দেশেই হচ্ছে এগুলো। মাদকদ্রব্যের ব্যবসা করতো, তার প্রতিবাদ করেছিলাম আমরা। তার শত্রুতার জের ধরেই এটা করেছে। জেল থেকে বের হওয়অর পর আমাকে, আমার ভাইদেরকে হুমকি দিযেছিলো।’