
ভারতে অনুপ্রবেশের দায়ে আটককৃত ৬ বাংলাদেশীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন দেশটির আদালত।
পুলিশ জানায়, বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে তিন মহিলা ও শিশুসহ ছয় বাংলাদেশী ভারতে প্রবেশ করে। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় টহলরত আইনশৃঙ্খলা বাহিনী অনুপ্রবেশকারীদের আটক করে। এদিকে একই দিনে সন্ধ্যায় পুণের নিষিদ্ধ পল্লীতে বিক্রির সময় এক বাংলাদেশী কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই ভারতীয় এজেন্টসহ এক বাংলাদেশীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা বলে জানা যায়। বর্তমানে ঐ কিশোরীকে দেশটির কিশোর সংশোধনী কেন্দ্রে রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।