
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপাল চরণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।
জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকে জনৈক সহকারী শিক্ষিকাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার কু-প্রস্তাবে রাজি না থাকায় প্রধান শিক্ষক উক্ত সহকারী শিক্ষিকাকে কারণে-অকারণে মানুষিকভাবে ও কর্মস্থলে হয়রানী করতে থাকে।
এতে করে মানুষিকভাবে বিপর্যস্ত সহকারী শিক্ষিকা গত ১৪ নভেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২৯ নভেম্বর প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয় এবং তার জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৯ ডিসেম্বর ম্যানেজিং কমিটির বৈঠক বসলে সর্বসম্মতিক্রমে উক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ আলোকে গতকাল সোমবার ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান লিটু প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের পত্র প্রেরণ করেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের জন্য বিদ্যালয়ে গেলে তিনি গাঁ ঢাকা দেন। অভিযোগকারী শিক্ষিকার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে উক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।