
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩৭ জনের মধ্যে নগদ ৪ হাজার টাকা ও আট প্রকার সবজীর বীজ এবং ৩০৪ জনের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন ও ১ সেট টিনশেড ঘর তৈরির টুলস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুরুয়াবাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব উপকরণ বিতরণ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতানা ইসলাম ডলি।
সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সেক্রেটারি মো. রেজাউল করিম রেজা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, ইউপি সদস্য রেজাউল করিম ও সাংবাদিক সরকার মো. শহীদুজ্জামান প্রমুখ।