
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা স্যোলার প্যানেল নির্মাণস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালার চর এলাকায় বেক্সিমকো কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মানাধীন তিস্তা স্যোলার প্যানেলস্থল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সামিউল আমিন, প্রকল্প পরিচালক ইয়ার আলী, স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুসহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সুত্রে জানায়, এ প্রকল্প বাস্তবায়ন হলে ২’শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডের সঙ্গে সংযুক্ত হবে। এতে সুন্দরগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ও রংপুরের পীরগাছা উপজেলার শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ হবে।