
সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগড়বাড়ী মহাসড়কের বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান, সাথী বেগম, পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫) এবং একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২)।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সেরাজুল ও রাজ্জাক নিহত হন। আহত হন আরো ৪জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়।