
মহান বিজয় দিবস উৎযাপনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
দিবসটি শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
জাতীয় সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব , উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার বানু লাকী, থানা অফিসার ইনচার্জ ইমরুল কায়েসসহ মুক্তিযোদ্ধা সংসদ, সাদুল্লাপুর প্রেসক্লাব , সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে পুস্পমাল্য অর্পন শেষে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ডাঃ ইউনুস আলী সরকার এমপি। এরপর পুলিশ. আনসার, বিএনসিসিও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ ও মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও প্রধান অতিথিসহ অন্যান্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।