
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে খুব শীঘ্রই মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এক সময় গাইবান্ধা মঙ্গা কবলিত এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ গাইবান্ধা-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চল থেকে মঙ্গা বিদায় নিয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। সে লক্ষ্যেই শীতের শুরুতেই এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেবার চেষ্টা করছি।
আজ শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরনের সময় রিপন এ কথাগুলো বলেন। রোববার কামালেরপাড়া, হলদিয়া সাঘাটা সদর ইউনিয়নে ৩ হাজার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সাঘাটার ১৭টি ইউনিয়নেই দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন।
শীতবস্ত্র বিতরণের সময় সাঘাটা উপজেলা সভাপতি ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আরিফিন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।