
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের অর্থায়নে গতকাল বুধবার সাঘাটা উপজেলার উল্লা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪১ পরিবারকে নগদ অর্থ ও ৮ প্রকার সবজী বীজ এবং ৩৯ পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের সেক্রেটারী রেজাউল করিম রেজা, কার্য নির্বাহী সদস্য অধ্যক্ষ ফরহাদ রাব্বী, গাইবান্ধা জেলা পরিষদ (সংরক্ষিত) সদস্য লুদমিলা পারভিন ছন্দা, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, রেড ক্রিসেন্টের কর্মকর্তা বিল্পব কুমার বিশ্বাস, মাহাবুর রহমান প্রমুখ। এছাড়া বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বোনারপাড়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি উদ্বোধন করেন।