
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, সাঘাটার শীতার্ত দুঃস্থ মানুষের দুর্দশা লাঘবে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। আজ রবিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শীতবস্ত্র (কম্বল) বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের পাশে থেকে তাদের দূর্দশা লাঘবে যা কিছু করণীয় তা বাস্তবায়ন করবেন।
জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোস্তম আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ:সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সহ:সভাপতি মোসলেম উদ্দিন বাবলু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু,
যুব ও ক্রিড়া সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান শীপন, ত্রাণ বিষয়ক সম্পাদক আলী মুনছুর, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা তরিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, সহ:সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। মাহমুদ হাসান রিপন গত ২ দিনে কামালেরপাড়া, সাঘাটা, হলদিয়া ও জুমারবাড়ী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগতভাবে ৫ হাজার কম্বল বিতরণ করেন।