
জেরুসালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। এরই মধ্যে তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়েছে।
হেফাজতের সমাবেশে নেতারা বক্তব্য রাখছেন। এরপর তারা ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও করার লক্ষ্যে মিছিল সহ রওনা হবেন বলে জানা গেছে। তবে পুলিশ হেফাজত সমাবেশ ঘেরাও করে রেখেছে বলে জানা যাচ্ছে।
বেলা ১১টার দিকে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। ঘেরাও শেষে মার্কিন দূতাবাসে একটি স্মারকলিপি দেবে সংগঠনটি।
এদিকে মার্কিন দূতাবাসা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুসালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।
গত ৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। এর প্রতিবাদে 8 ডিসেম্বর বায়তুল মোকাররমে এক প্রতিবাদ মিছিল থেকে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।