
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ।
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন শুরু থেকেই সাবধানী খেলছিল স্বাগতিক বাংলাদেশ। তবে সময় গড়াতেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪২তম মিনিটে শামসুন্নাহারে গোলে লিড নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। মাঠের বাঁপাশ থেকে বল নিয়ে ঢুকে গিয়েছিল শামসুন্নাহার। তার থেকে বল নিয়ে শট নিয়েছিলেন আনুচিং। তার শট গোলরক্ষক ফেরত পাঠালে দারূন এক ভলিতে সেটি গোলে পরিণত করেন শামসুন্নাহার।
যদিও এর আগে বাংলাদেশের সামনে এসেছিল দুইটি সহজ সুযোগ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কিশোরীরা। ২৩তম মিনিটে ডি বক্সের ভিতরে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েছিলেন আনুচিং মারমা। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গোলের মুখ দেখেনি।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের ডানদিকে গোলরক্ষককে একা পেয়েছিলেন তহুরা। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে সেটিও জালে জড়াতে পারেননি।
এর আগে লিগ ম্যাচে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৪টি গোল করে বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচে এক গোলও হজম করেনি লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।