
নিয়মরক্ষার ম্যাচে আজ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। লিগপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ-ভারত দুই দলের জন্যই আজ ছিল নিয়মরক্ষার ম্যাচ। কারণ দুই দলই ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে
আজ (বৃহস্পতিবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে বদলী খেলোয়াড় অনুচিং মগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ভারতের জালে বল পাঠান ডিফেন্ডার শামসুন্নাহার।
এরপর ম্যাচের ৫৪তম মিনিটে ভারতের জালে তৃতীয়বার বল পাঠায় বাংলাদেশ। মনিকা চাকমার গোলেই ৩-০ ব্যবধান করে বাংলাদেশ।