
জল্পনার অবসান। ইতালির তাস্কানিতে বিয়ে করলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা।
টুইট করে বিয়ের ছবি শেয়ার করেছেন বিরাট স্বয়ং। তিনি লিখেছেন, ‘আজ আমরা একে অপরকে প্রমিস করলাম। ভালবাসায় বাঁধা থাকব দু’জনে। আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পেরে খুব ভাল লাগছে। এই দিনটা আমাদের পরিবার, বন্ধু ও সমর্থকরা পাশে থাকায় আরও স্পেশাল হয়ে গেল। আমাদের জার্নিতে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ।’
দুই তারকাই ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন। হিন্দু মতে বিয়ে হল তাঁদের। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা সঙ্গে রয়েছেন। বলিউড বা ক্রিকেট মহল থেকে কোনও তারকাই ইতালিতে এই হাই প্রোফাইল বিয়েতে আপাতত উপস্থিত নেই। শোনা যাচ্ছে, দেশে ফিরে আগামী ২২ ডিসেম্বর মুম্বই এবং ২৫ ডিসেম্বর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন বিরুষ্কা। সেখানেই হাজির থাকবেন তারকা অতিথিরা।
রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে হল এই হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। ওই অঞ্চলে তিন দিনের জন্য চারটি বিলাসবহুল ভিলা বুক করেছেন বিরাট-অনুষ্কা। সেখানে মোট ২২ টি বেডরুম রয়েছে। যার মোট ভাড়া ৩৪.৮৭ লক্ষ টাকা।
ক্যারিয়ার ও বিরাট প্রসঙ্গ এক নয়: আনুশকা
নিজের ক্যারিয়ারে স্বাধীনতার কথা অনেকবারই গণমাধ্যমের কাছে বলেছেন আনুশকা শার্মা। ক্যারিয়ারের সঙ্গে প্রেমিক ক্রিকেট তারকা বিরাট কোহলির কোনো সহযোগিতা চান না। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে কথাগুলো বলেন তিনি।
গুঞ্জন উঠেছে আনুশকার নতুন সিনেমা ‘ফিলাউরি’ প্রযোজনা করছেন বিরাট। এমন সংবাদই রটেছে বলিউড পাড়ায়। আর সংবাদটি শুনে চটেছেন আনুশকা।
তিনি বলেন, ‘এখন বিশ্বজুড়ে নারীরা নিজেদের ওপর নির্ভরশীল। আমিও চাই আমার ছবিতে আমার প্রযোজনা সংস্থা যুক্ত থাকবে। এখানে বিরাটকে টানার কিছু হয়নি। ক্যারিয়ার ও বিরাট প্রসঙ্গ এক নয়। আমি সবসময় নিজের ক্যারিয়ারের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি চাই না আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক।’
ফিলাউরি ছবিটি নির্মিত হচ্ছে ‘ফক্স স্টার’ ও আনুশকার ‘ক্লিন স্লট ফিল্মস’ -এর ব্যানারে।
‘বিয়ের’ পর নাকি এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই থাকবেন বিরুষ্কা
আদৌ বিয়েটা হচ্ছে কী হচ্ছে না, তা অবশ্য এই মুহূর্তে দেশের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। আশেপাশের পরিবেশ কিন্তু জানান দিচ্ছে, চার হাত হওয়া এখন শুধুই ২৪ ঘণ্টার অপেক্ষা। শত্রুদের মুখে ছাই দিয়ে সম্ভবত আগামিকালই ইতালির মিলানে গাঁটছড়া বাঁধবেন বিরাট কোহালি-অনুষ্কা শর্মা। বিয়ের মেনু, ভেন্যু, পোশাক সব প্রস্তুতিই নাকি শেষ। লভ বার্ডস নাকি উড়েও গিয়েছেন ওয়েডিং ডেস্টিনেশনে। আর এ দিকে, মুম্বইয়ে অপেক্ষা করছে তাঁদের সাজানো-গোছানো ‘সংসার’। সেলেব দম্পতি? তা জানতে অবশ্য এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।