
আজ মহান বিজয় দিবস। বাঙালির ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন। বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের দিন। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত বিজয়।
আজ বিজয় দিবসের ৪৬তম বার্ষিকী। শ্রদ্ধা আর ভালোবাসায় ক্রিকেটাররা স্মরণ করেছে মুক্তিযুদ্ধ্বে অংশগ্রহণকারী লাখো শহীদকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে রাতের অন্ধকার ভেদ করে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। দেশকে এগিয়ে নেবার যুদ্ধ চলবে, চলুক। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
সদ্য টেস্ট দলের অধিনায়ক ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘সকল দেশবাসীর প্রতি জানাচ্ছি বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের মহান আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি এই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা আর সেই পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অধিকার! তাদের সেই আত্মত্যাগ-ই হোক জাতি হিসেবে আমাদের একত্রে সামনে চলার প্রেরণা।’
মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সি গায়ে মাথায় পতাকা বাধা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এর সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদদের যারা বাংলাদেশ এর জন্য অকাতরে দান করে গেছেন তাদের জীবন।’
‘বিজয়ে বাংলাদেশ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ বলেছেন, ‘বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।’
টেস্ট দলের সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি, যারা আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।’
জাতীয় দলের স্টাইলিস্ট ব্যাটসম্যান সাব্বির রহমান নিজের ফেসবুকে লিখেছেন ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। ৪৬ নট আউট। জয় বাংলা। জয় হোক বাংলার।’
সৌম্য সরকার বলেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের আনন্দ থাকুক প্রতিটা দিন,থাকুক মাথা উঁচু করে পথচলা। সব অন্যায় মুছে দিয়ে স্বাধীন বাংলাদেশকে নিয়ে গর্ব করে স্বাধীন ভাবে বেঁচে থাকা।’