
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত একটি মাইল ফলক। দেশের ৭০ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর অনেক প্রকল্প হাতে নিলেও বিএনপি এসে সব বন্ধ করে দেয়। এর পরিবর্তে তারা বিদ্যুতের খাম্বা লিমিটেড গড়ে তোলে। আমরা দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবার অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি।
প্রধানমন্ত্রী আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন।
উদ্বোধন করা ৪টি বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৩১৫ মেগাওয়াট। এগুলো হচ্ছে রাজশাহীর নাটোর, গগনগর নারায়ণগঞ্জ ও কাঠপট্টি (মুন্সীগঞ্জ) এ তেলভিত্তিক এবং ঘোড়াশালে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
রাজশাহীর নাটোরে স্থাপন করা হয়েছে ৫২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। শ্রীলংকার কোম্পানি রাজলঙ্কা পাওয়ার ও বাংলাদেশি একটি কোম্পানি যৌথ মালিকানায় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।
কেন্দ্রটিতে মোট ৬টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ৮.৯ মেগাওয়াট। তেল ভিত্তিক হওয়ায় তুলনামুলক উৎপাদন খরচ বেশি। এক কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে প্রায় ১৫ টাকার মতো।
তবে একটি সুবিধা হচ্ছে খুব কম সময় অর্থাৎ ৩০ মিনিটের মধ্যে পুর্ণাঙ্গমাত্রায় উৎপাদনে যেতে সক্ষম। আবার জরুরি মুহূর্তে ১০ মিনিটে বন্ধ করা সম্ভব বিদ্যুৎ কেন্দ্রটি।
বিদ্যুৎ কেন্দ্রটির ম্যানেজার লংকা তিলকারত্নে জানান, বিদ্যুৎ যেহেতু রিজার্ভ করে রাখা যায় না। অন্যদিকে খুব দ্রুত ওঠানামা করে চাহিদা। সে কারণে সিস্টেম নিয়ন্ত্রণে এ ধরনের ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র রাখা প্রয়োজন। নাটোর বিদ্যুৎ কেন্দ্রের জন্য শ্রীলংকার এই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় ২০১৩ সালের ১৬ জানুয়ারি।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের ৭২ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় চলে এসেছে। মোট গ্রাহক সংখ্যা রয়েছে ১ কোটি ৬৭ লাখ। আমরা ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার ঘোষণা দিয়েছি। কিন্তু তার অনেক আগেই বিদ্যুৎ পৌছে দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে উৎপাদন ক্ষমতা রয়েছে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। আর গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা থাকে ৮ হাজার মেগাওয়াটের। অন্যদিকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড রয়েছে। বর্তমানে ৯১টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রয়েছে।
আওয়মী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৭৭টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চুক্তি করে। এর মধ্যে ৬৪টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৩শ’ মেগাওয়াট।