ফিলিপাইনের পূর্বাঞ্চলে মৌসুমি ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ২৩ জন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঝড়ে বিলিরান দ্বীপের অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দ্বীপটির বিভিন্ন বন্দরে ১৫ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছেন এবং প্রায় ৮৮ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
তবে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) হতাহতের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
বিলিরানের গভর্নর গেরার্ডো এস্পিনা জুনিয়র জানিয়েছেন, ভূমিধসে নিহতরা ডিজেডএমএম রেডিওতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। আরো ২৩ জন নিখোঁজ বলে জানিয়েছেন তিনি।
এনডিআরআরএমসি-র মুখপাত্র রোমিনা মারাসিগান বলেছেন, ‘স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার বিভাগ তিনজনের মৃত্যুর কথা আমাদের জানিয়েছে। অন্যান্যদের বিষয়ে খোঁজ নেয়ার চেষ্টা করছি আমরা।’
ব্যাপক বৃষ্টিপাতের পর প্রদেশটির অনেক এলাকা ডুবে গেছে, ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় এলাকা ভিসায়াসে আঘাত হেনে কাই-তাক ওই এলাকার দ্বীপ ও উপকূলীয় শহরগুলোর ওপর দিয়ে বয়ে যায়। এসব শহরের মধ্যে তাকলোবান শহরও ছিল।
২০১৩ সালে মহাঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে তাকলোবানের ৮,০০০ বাসিন্দা নিহত হয়েছিল।
ফিলিপাইনের উত্তরাঞ্চলের দ্বীপ লুজনে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প পরবর্তী কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্প পরবর্তী আঘাতের আশঙ্কা প্রকাশ করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রাজধানী ম্যানিলা থেকেও কম্পন অনুভূত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১:২৮ মিনিটে (০৫:২৮ জিএমটি) ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।
এখন পর্যন্ত সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসর তথ্যানুযায়ী, বাটানগাস প্রদেশের নাসুগবুতে মাটির ১৬৮ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি।
ভূমিকম্প প্রবণ তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’এ ফিলিপাইনের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।