
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে রোববার এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি। এর আগে উপজেলার মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মাজেদার রহমান দুলু’র আমন্ত্রণে রোববার দুপুরে (কাজীর বাজারে) তার নিজস্ব বাসভবনে নৈশ্যভোজে যোগদান করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি প্রমুখ। রাতে মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মাজেদার রহমান দুলু’র সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ মোঃ বেলাল হোসাইন মোমেনশাহী (কুষ্টিয়া), দ্বিতীয় বক্তা মাওঃ আবুল কালাম আজাদ (জামালপুর) এবং তৃতীয় বক্তা মনোহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশইমাম, হাফেজ মাওঃ মোঃ ওবায়দুল্লাহ (সাইব)।