
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে সাবেক এমপি ও সাবেক আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, এস.এম.বি আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, এ্যাথেলেটিকস্ প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। খেলাগুলোর মধ্যে ক্রিকেটে (বালক) চ্যাম্পিয়ন এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ গ্রীণ ফিন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, (বালিকা) চ্যাম্পিয়ন এস.এম.বি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ রানারআপ ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়।