
বাংলাদেশের জাতীয় প্রথম সারির দৈনিক পত্রিকা “দৈনিক ইত্তেফাক” এর ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৪ সে ডিসেম্বর রোজ রবিবার দুপুর ২ টায় উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।কেক কাটার পূর্বে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তবে ইত্তেফাক এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় এছারা ও সাংবাদিক দের পেশা গত বেপারে আরো ভালো করার তাগিদ দিয়ে গঠন মূলক সমালোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম।
আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক বজলার রহমান রাজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, আমিনুল ইসলাম রাজা, সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক পলাশবাড়ীর সম্পাদক উত্তম কর্মকার, ডেপুটি কমান্ডার মজিবর রহমান, প্রেসক্লাব সহসভাপতি এনামুল হক মকবুল, সাহাদুর রহমান প্রধান, সাধারন সম্পাদক ফজলুল হক দুদুু। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্থানীয় সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কেক ও মিষ্টি সামগ্রী বিতরণ করা হয়।