
নাটোরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকার নাটোর-রাজশাহী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবা নুরুল ইসলাম (৪২) ও তার মেয়ে মুরশেদা খাতুন (১২)। আহত শিশু তামিম (৪) মুরশেদার সন্তান।
স্থানীয়রা জানান, বিকেলে নুরুল ইসলাম তার ছেলে-মেয়েকে নিয়ে বনবেলঘড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। তারা কান্দিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে মুরশেদা ঘটনাস্থলেই মারা যান এবং নুরুল ইসলাম ও তামিম গুরুতর আহত হন। পরে বাবা-ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান।
নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানান, শিশু তামিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।