
স্পোর্টস ডেস্ক: দর্শক পেটানোর অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিপক্ষে । অভিযোগ প্রমাণিত হলে বড় রকমের শাস্তির মুখোমুখি হতে হবে স্টাইলিস্ট এই ব্যাটসম্যানকে।
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড চলাকালে ম্যাচ রেফারি এ অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে বিসিবির শৃঙ্খলা কমিটি।
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে শূন্য রানে আউট হন সাব্বির। এই ম্যাচ চলাকালীন সাব্বিরকে কোনো এক দর্শক গালি দেয়। সাব্বির ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান। এরপর সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পিছনে মারধর করেন। ঘটনাটি মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির কানে পৌঁছায়।
ম্যাচ রেফারি রিপোর্টে বলেছেন, ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে সাব্বির কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। মাঠ থেকে বেরিয়ে গালি দেয়া দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পেছনে নিয়ে মারধর করেন। খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেন সাব্বির।