
বিনোদন ডেস্ক: এবার নাচেগানে ভরপুর বলিউডের মশলা ছবিতে মন মজেছে বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসের। এ নিয়ে টুইটও করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
বিল গেটস অবশ্য টুইটারে সব ভারতীয় ছবির প্রশংসা করেননি। তার পছন্দের ছবি হচ্ছে ‘টয়লেট: এক প্রেমকথা’। চলতি বছর ভারতের স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা নিয়ে এ বছর ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন পরিচালক শ্রী নারায়ণ সিং। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন নতুন নায়িকা ভূমি। জনসচেতনমূলক ছবিটি মুগ্ধ করেছে বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসকেও। ছবিটিকে চলতি বছরের অন্যতম সেরা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, ২০১৭ সাল যে খুব কঠিন বছর ছিল তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু অনেক ইতিবাচক ঘটনাও ঘটেছে।
এরপর টুইটারে তিনি বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। যেখানে ‘টয়লেট : এক প্রেমকথা’র কথাও উল্লেখ করেছেন। ছবিটি নিয়ে তিনি লিখেছেন, নবম্পতির কাহিনী নিয়ে নির্মিত রোমান্টিক ঘরাণার এ বলিউড ছবি ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সচেতন করেছে।
সূত্র: ইন্টারনেট