
চট্টগ্রামের কর্ণফুলীতে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই সেনা সদস্য হলো – শিহাব উদ্দিন (৩২) ও শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব নেত্রকোনা জেলার বাসিন্দা আবু তাহেরের ছেলে ও শফিকুল নাটোর জেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাসে করে তারা চট্টগ্রাম আসছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার দু’জনের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।