
চট্টগ্রামের কদমতলীতে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে হারুন চৌধুরী (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নগরীর শুভপুর বাস-স্টেশনের রাহাত ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত হারুন প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মো.জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের তিন কাউন্সিলর মিলে রবিবার শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছিলো। এক পর্যায়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা হারুন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হারুনের বুকে তিনটি গুলি লেগেছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেডেকেলে নেয়ার পর তিনি মারা যান।