
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপেলেও প্রদর্শন করে তারা।
এরপর স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে স্টেডিয়াম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী।