
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গাইবান্ধা জেলা কৃষকদলের পরিচিতি সভা আজ শনিবার স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
জেলা কৃষক দলের সভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাংগনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, শহর বিএনপি’র সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।