
দিনাজপুরের খানসামা উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদককে না বলে ২৯,৬২৪ জন শিক্ষার্থী শপথ গ্রহণ করেছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক যোগে উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ে সমাবেশের সাথে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১০,৩২৪ জন এবং ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯,৩০০ জন শিক্ষার্থী শপথ গ্রহণ করেন। এ সময় গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন খানসামা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোলেমান আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সোলেমান আলী জানান, মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ তথা জাতি হুমকির মুখে এই মাদক মুক্ত সমাজ গড়তে হবে। তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী শপথ গ্রহণ আয়োজন করা হয়েছে।
খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ বলেন, ইতিমধ্যে খানসামা উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল পদক্ষেপ বাস্তবায়ন করতে সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত বছর ১ ডিসেম্বর পুরো খানসামা উপজেলা জুড়ে ৬৭ কি.মি ব্যাপী মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। যা দেশের মধ্যে প্রথম।