জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিতে মুসলিম ও ইহুদিদের সঙ্গে চলমান রাজনৈতিক সংঘাত ধর্মীয় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত।
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ভারতের কেরালায় ‘মুসলিম ইয়ুথ লীগ’ আয়োজিত ‘যুব আন্দোলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজা এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে আলহাইজা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিন সঙ্কটে যেসব রাষ্ট্র ‘দুই রাষ্ট্র’ সমাধানকে সমর্থন করেন, সেইসব দেশগুলোর উচিৎ ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীসহ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাস্তব পদক্ষেপ নেয়া।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা, অবৈধ এবং অন্যায় সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে তুলেছে। এই ঘোষণা এমন এক সময়ে দেয়া হলো যখন শান্তি আলোচনা একটি ব্যাপক ঐকমধ্যে পোঁছাতে যাচ্ছিল।
ফিলিস্তিনের এই রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র তার সক্ষমতাকে মধ্যস্থতার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে এবং এর মাধ্যমে তারা রাজনৈতিক প্রক্রিয়ার যেকোনো ভূমিকাকে হরন করেছে। যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ জেরুজালেমে ইসরাইলের কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করবে না।
তিনি বলেন, জেরুজালেম ফিলিস্তিনি, আরব, মুসলিম, খ্রিস্টানদের জন্য পবিত্র একটি শহর এবং ফিলিস্তিন রাষ্ট্রের অনন্ত রাজধানী। জেরুজালেমকে রাজধানী ছাড়া কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না এবং এটি ছাড়া এই অঞ্চলে ও বিশ্বে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না।
জেরুজালেমকে ইরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়া হবে না এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করা হবে না- যুক্তরাষ্ট্রের এই শর্তে ফিলিস্তিন কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ না দেয়ার ব্যাপার সম্মত হয়েছিল বলে আলহাইজা জানান।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দেন তিনি। তার এই সিদ্ধান্তের পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শুরু হয় বিক্ষোভ আর নিন্দার ঝড়।
ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরাইল নৃশংসতার কৌশল অবলম্বন করেছে। রবিবার রাতে ইসরাইলি জঙ্গি বিমান গাজা উপত্যকায় হামাসের ছয় লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে গাজা উপত্যকায় থেকে দুটি রকেট ছোড়া হয়।
গাজা স্ট্রিপ থেকে রবিবার উৎক্ষেপণ করা দুটি রকেট নেটিভ হফ অ্যাশেলোন আঞ্চলিক পরিষদ এলাকার নেটিভ হাসারার কমিউনিটিতে সশব্দে বিস্ফোরিত হয়। এর একটির আঘাতে একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। দ্বিতীয় রকেট একটি উন্মুক্ত অঞ্চলে বিস্ফোরিত হওয়ায় সেখানে কোনো ক্ষয় ক্ষতি হয়নি।
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরাইলি বিমান থেকে গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ৪০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
গত ৭ ডিসেম্বর থেকে হামাসের পর্যবেক্ষণ ফাঁড়ি, সামরিক স্থাপনা, অস্ত্রভাণ্ডার এবং অস্ত্র-কারখানাগুলোকে টার্গেট করে ইসরাইলি জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকসমূহ থেকে হামলা চালানো হচ্ছে।
বেশিরভাগ রাষ্ট্রই পূর্ব জেরুজালেমকে ইসরাইল কর্তৃক অধিকৃত অঞ্চল হিসেবে মনে করে। শহরটির ভাগ্য নির্ধারণে ইসরাইলি-ফিলিস্তিনি আলোচনার ওপর জোর দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পরবর্তীতে অঞ্চলটিকে তাদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।
সূত্র: দ্য হিন্দু ডটকম