
রবিবার কেনিয়ার নাকুরুরু শহরের কাছে একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষে ৩০ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রাত তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জিরো অ্যারোম জানান, ‘আমরা ৩০ জন মৃত ব্যক্তির সন্ধান পেয়েছি। দুর্ঘটনাস্থল থেকে সবগুলো মৃতদেহ সরানো হয়েছে এবং আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পশ্চিম কেনিয়ার বুসিয়া থেকে আসা একটি বাস এবং নাকুরু থেকে আসা একটি লরির মধ্যে নাকুরু-এলডোরেট মহাসড়কে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুটি যানবাহনের চালকসহ তিন বছরের এক শিশুও মারা গেছে।
কেনিয়ার সরকারি নথি অনুযায়ী, প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন হাজার মানুষ।