
টানা পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচিতে সাড়া না পাওয়ায় এবার আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
এমপিওভুক্তির দাবিতে শনিবার সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনের এ ঘোষণা দেয়া হয়। রবিরাব থেকে এ কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।
একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আমরণ অনশনের মতো শক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।
এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়াসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড, ফেস্টুনে ‘মা ভাত দাও’, ‘মা এমপিও চাই’, ‘করুণা নয় নিজেদের অধিকার চাই’ লেখা এমন নানা শ্লোগানে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী এমপিওকরণের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, টানা পাঁচ দিন আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দিকে কেউ মুখ তুলে দেখছেন না। শিক্ষক-কর্মচারীরা নিজেদের অধিকার আদায়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সবাই অর্ধহারে-অনাহারে দিন পার করছেন। এতে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন। তাই বাধ্য হয়ে আগামীকাল থেকে শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, এমনিতেই গত পাঁচদিন ধরে আমাদের খাওয়া-নাওয়া, ঘুম হারাম হয়ে গেছে। এর মধ্যে আমরণ অনশন পালনে কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।
এই শিক্ষক নেতা বলেন, মানুষ গড়ার হাতিয়ারদের এমন নাজুক অবস্থার পরও সরকার আমাদের ন্যায্য দাবি আদায়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই জীবন গেলে যাবে তবুও এ আন্দোলন চালিয়ে যাবো।
গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়।